সংবাদ

সিরিয়া থেকে ৫০ টন স্বর্ণ পাচার করেছে যুক্তরাষ্ট্র

সিরিয়ার চলমান যুদ্ধের মধ্যে অন্তত ৫০ টন স্বর্ণ পাচার করেছে মার্কিন বাহিনী। তুর্কি সংবাদমাধ্যম দ্য ডেইলী ছাবাহ জানায়, সিরিয়ার পূর্বাঞ্চলে আইএস-এর ঘাটি থেকে ৫০ টনের বেশী স্বর্ণ কোবানিতে অবস্থিত নিজেদের ঘাঁটিতে স্থানান্তর করেছে মার্কিন বাহিনী। সিরিয়ার পিপলস প্রটেকশন ইউনিট (ওয়াইপিজি) বাহিনীকে স্বর্ণের সামান্য অংশের ভাগ দিয়েছে মার্কিন বাহিনী। স্থানীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, সিরিয়ার দক্ষিণ হাসাকাহ অঞ্চলের আল-দাশশি অঞ্চল থেকে মার্কিন বাহিনী বিশাল বিশাল বাক্সগুলো আইএসের স্বর্ণ দ্বারা বোঝাই করে। প্রতিবেদনে আরো বলা হয়, আইএস নেতারা নিয়মিত মার্কিন বাহিনীকে কোথায় কোথায় স্বর্ণ রয়েছে, সে তথ্য জানায়। পরে মার্কিন বাহিনী পরিকল্পনামাফিক সেখান থেকে তা পাচার করে।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button