সংবাদ

নেদারল্যান্ডসে আযানের মধুর সুর শুনতে অমুসলিমদের ভিড়

ইউরোপিয়ান দেশ নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের নিউ ওয়েস্ট যেলায় অবস্থিত ব্লু মসজিদে আযানের মধুর ধ্বনি শুনতে ভিড় জমাচ্ছেন অমুসলিমরাও। জানা যায়, সম্প্রতি এই মসজিদে উচ্চৈঃস্বরে আযান দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর মুসলিম-বিদ্বেষীরা তা বন্ধ করে দেয়। অতঃপর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জুম‘আর আযানের মাধ্যমে উচ্চৈঃস্বরে আযান দেয়া শুরু হয়। ফলে স্থানীয় অমুসলিমরা আযানের ধ্বনি সরাসরি শুনতে কেমন লাগে সেজন্য প্রতিদিন সেখানে ঘুরে যাচ্ছেন। অনেকেই মোবাইলে আযান রেকর্ড করছেন। কেমন লাগল আযান? এমন প্রশ্নের জবাবে অনেকেই বলছেন, সত্যিই এক অনন্য অনুভূতি। এই আবেগময় মুহূর্ত সারাজীবন মনে থাকবে।

প্রসঙ্গত, ইউরোপের এই দেশটিতে প্রায় ৫০০ মসজিদ রয়েছে। অধিকাংশ মসজিদেই মাইক ছাড়া আযান হয়। যদিও ১৯৮০ সালে সংবিধান সংশোধন করে সে দেশের সরকার সব মানুষকে নিজ বিশ্বাস অনুযায়ী ধর্ম পালনের অধিকার দেয়।

আরও দেখুন:  আরাকানে নির্বিচারে মুসলিম হত্যা

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

Back to top button