সংবাদ

নবজাতক শিশুকে ড্রেনে ফেলে দিলেন নারী, বাঁচালো কুকুর

প্লাস্টিকের পলিথিনে পেঁচিয়ে নবজাতক শিশুকে ড্রেনে ফেলে দিয়েছেন এক নারী। সেই শিশুকে ড্রেন থেকে টেনে তুলে প্রাণে বাঁচালো কয়েকটি কুকুর। ভারতের হরিয়ানায় ঘটেছে এই ঘটনা।

পুরো এই ঘটনার দৃশ্য সিসিটিভিতে ধারন হয়েছে।

ফুটেজে দেখা যায়, এক নারী একটি ব্যাগে করে শিশুটিকে ড্রেনে ফেলে দিয়ে যায়। এরপর কয়েকটি কুকুর ব্যাগটি ড্রেন থেকে তুলে উপরে আনে এবং মানুষের উদ্দেশ্যে ঘেউ ঘেউ করতে শুরু করে। স্থানীয় কয়েকজন এরপর বিষয়টি পুলিশকে জানায়।

বর্তমানে শিশুটি সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালের চিকিৎসক দিনেশ কানসাল বলেন, শিশুটি মাথায় আঘাত পেয়েছে এবং তার চিকিৎসা চলছে।

হরিয়ানার পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৪ টা নাগাদ এ ঘটনা ঘটেছে। শিশুটির মা’কে বের করতে অনুসন্ধান চলছে। তথ্যসূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে।

আরও দেখুন:  প্রতিবছর ৭ শত পিতৃহীন মেয়েকে বিবাহ দেন যে ব্যবসায়ী!

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

Back to top button