সংবাদ

লন্ডনে সমকামিতা শিক্ষার প্রতিবাদ অভিভাবকদের

ব্রিটেনে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের সমকামিতা (এলজিবিটি) বিষয়ক সম্পর্কের ওপর শিক্ষা দেয়া হচ্ছে। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছেন মুসলিম অভিভাবকরা। তাদের এই প্রতিবাদ পার্কফিল্ড কমিউনিটি স্কুল থেকে অ্যানডারটন পার্ক স্কুল, বার্মিংহাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। পার্কফিল্ড স্কুলের শিক্ষার্থীদের অধিকাংশই এশিয়ার। বিশেষ করে তাদের মধ্যে রয়েছে ভারতীয় ও পাকিস্তানী বংশোদ্ভূত শিশু। বেশ কিছুদিন ধরেই এমন প্রতিবাদ জানাচ্ছিলেন এসব শিশুর অভিভাবকরা। এখন তারা রাস্তায় নেমেছেন। তারা শ্লোগান দিচ্ছিলেন ‘আওয়ার চিলড্রেন’, ‘আওয়ার চয়েস’। অর্থাৎ আমাদের শিশু, আমাদের পসন্দের বিষয়ে প্রাধান্য পাবে। কারো কারো হাতে ব্যানারে লেখা ছিল- শিশুদের যৌনতায় আকৃষ্ট করাকে না বলুন। আরেকজনের ব্যানারে কালো কালিতে লেখা ‘শিশুদের শিশু থাকতে দিন’। ঐসব স্কুলে মাত্র ৪ বছর বয়সী শিশুদের সমকামিতা বিষয়ক শিক্ষা দেয়া হচ্ছে। এমন শিক্ষা শিশুদের শৈশব মনমানসিকতা থেকে দূরে সরিয়ে, যৌনতায় আকৃষ্ট করবে বলে মনে করেন বিশ্লেষকরা।

[ধ্বংস হৌক এ কাজের নায়করা। বৃটেন কত দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে চলেছে এটি তার অন্যতম প্রমাণ। আমরা এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং অনতিবিলম্বে এ উদ্যোগ বাতিলের জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি (স.স.)] 

আরও দেখুন:  ইহুদি থেকে ইসলাম ধর্ম গ্রহণের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

Back to top button