সংবাদ

মসজিদুল আকসায় ২ লাখ মুসল্লির নামাজ আদায়

ইসরাইলি পুলিশের ব্যাপক তল্লাশির মধ্যেও রমজানের দ্বিতীয় জুমায় ফিলিস্তিনের আল আকসা মসজিদে দুই লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। আল আকসার ওয়াকফ কাউন্সিলের পরিচালক আজ্জাম আল খতিব আনাদোলুকে জানান, রমজানের দ্বিতীয় জুমায় আল আকসার ভেতর ও বাইর মিলে দুই লাখেরও বেশি মুসল্লি জুমার নামাজে অংশ নিয়েছেন। তিনি জানান, ইসরাইলি নিষেধাজ্ঞা সত্তে¡ও ফিলিস্তিনিরা সব সময় রমজান মাসে আল আকসা মসজিদে শুক্রবার নামাজ আদায় করতে আসেন। দখলদার ইসরাইলি বাহিনী কেবল মাত্র চল্লিশ বছরের বেশি ও ১২ বছরের কম বয়সী পুরুষদের মসজিদে প্রবেশে অনুমতি দিয়েছিল। আনাদোলুর স্থানীয় সংবাদদাতা জেরুজালেমের ওল্ড সিটির প্রবেশদ্বার এবং আল-আকসা মসজিদের প্রবেশপথগুলোয় ইসরাইলি পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেছেন। ইসরাইলি বাধা উপেক্ষা করে ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল থেকে আল আকসায় জুমা আদায় করতে আসায় বিষয়টির প্রশংসা করেন মসজিদের খতিব শেখ ইসমাঈল নুহদাহ। জুমার খুতবায় তিনি বলেন, বিভিন্ন এলাকা থেকে মুসলমানদের আল আকসায় ছুটে আসার বিষয়টি প্রশংসনীয়। শেখ নুহদা বলেন, এভাবে লাখো মুসল্লির আগমন তাদের মসজিদটিকে আটকে রাখার ব্যাপারে একটি সুস্পষ্ট বার্তা দিয়েছে। আনাদোলু।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button