সংবাদ

চাঁদ দেখা যায়নি, মধ্যপ্রাচ্যে রোজা শুরু সোমবার

সৌদি আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে চলতি ১৪৪০ হিজরির শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে তাই আগামী সোমবার ৬ মে থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু হবে। পবিত্র মক্কা নগরীর গ্র্যান্ড মসজিদ মসজিদুল হারাম থেকে এ সংক্রান্ত ঘোষণা প্রচারিত হয়। আরব নিউজের খবরেও চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সউদী আরবের সাথে মিল রেখে ব্রিটেনের মুসলমানগন বরাবর রোযা রেখে আসছেন। সেই হিসেবে সোমবার থেকেই রোযা শুরু হচ্ছে। তাই আগামীকাল রোববার থেকে শুরু হবে ২০ রাকাত তারাবিহের প্রথম জামাত।

সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও ৬ মে থেকে রোজা শুরু হবে।
হিজরি সালে রমজান মাসকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকেন বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করা হয় ঈদুল ফিতর।
কাউন্সিল অব আমেরিকান ইসলামিক রিলেশন্স (কেয়ার) জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রায় ২ হাজার ৪০০ মসজিদ রয়েছে। সবগুলোতেই তারাবি নামাজ অনুষ্ঠিত হবে।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button