ভ্যাটিকানের ৮০ শতাংশ যাজক সমকামী!
সমকামিতার বিরুদ্ধে উচ্চকণ্ঠে কথা বলা রোমান ক্যাথলিক গির্জার অধিকাংশ যাজক নিজেরাই সমকামী। সম্প্রতি প্রকাশিত হতে যাওয়া একটি বইয়ের বরাতে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এ তথ্য দিয়েছে।
বইটিতে দাবি করা হয়েছে, ভ্যাটিক্যানে কাজ করা ৮০ ভাগ যাজক হচ্ছেন সমকামী। যদিও তারা প্রয়োজনীয় যৌন সম্পর্কে সক্রিয় নন।
৫৭০ পাতার বইটি লিখেছেন ফরাসি সাংবাদিক ও লেখক ফ্রেডেরিক মার্টেল। ভ্যাটিকানের প্রাণকেন্দ্রের ভণ্ডামি ও দুর্নীতির এই বিবরণ বের করে আনতে তিনি চার বছর গবেষণা করেছেন।
আগামী বুধবার বিশ্বের ২০টি দেশে আটটি ভাষায় এই বইটি প্রকাশ করা হবে। একই দিন যৌন নির্যাতন বিষয়ে ভ্যাটিকানে একটি সম্মেলনের উদ্বোধন করার কথা রয়েছে। এতে বিশ্বের সব যাজকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
ফরাসি সরকারের সাবেক উপদেষ্টা ছিলেন মার্টেল। বইটি নিয়ে গবেষণার সময় দেড় হাজার সাক্ষাৎকার নিয়েছেন। যার মধ্যে কার্ডিনাল ও বিশপরাও ছিলেন।
কোনো যাজক তাদের যৌনতার কথা স্বীকার করেছেন। কেউ কেউ এ ব্যাপারে কৌশলী ছিলেন। আবার কেউ অপ্রত্যাশিত সাক্ষাৎকার দিতে ঝুঁকি দেখেছেন। বেশ কয়েকজন যাজক তাদের যৌনতার কথা অস্বীকার করেন।