সংবাদ

বায়ুদূষণে বুদ্ধিমত্তা হ্রাস পায়

বায়ুদূষণের কারণে ব্যাপক হারে বুদ্ধিমত্তা হ্রাস পায়। যুক্তরাষ্ট্র ও চীনের এক যৌথ গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গবেষকরা জানিয়েছেন, বয়স বাড়ার সাথে সাথে বায়ুদূষণের কারণে মানুষের দেহের ওপর নেতিবাচক প্রভাব বাড়তে থাকে এবং স্বল্পশিক্ষিত মানুষের ওপর এর প্রভাবটা সবচেয়ে বেশী হয়। গবেষণায় চার বছরে চীনের প্রায় ২০ হাযার মানুষের গাণিতিক ও বাচনিক দক্ষতা পর্যবেক্ষণ করা হয়েছে। গবেষকদের বিশ্বাস এই ফলাফলে বৈশ্বিক প্রাসঙ্গিকতা রয়েছে। বিশ্বের নগরগুলোর ৮০ শতাংশের বেশী বাসিন্দা অনিরাপদ মাত্রার বাতাস নিঃশ্বাসে গ্রহণ করে থাকে। বাতাসে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড ও ১০ মাইক্রোমিটারের ছোট বস্ত্তকণার উপস্থিতির ওপর ভিত্তি করে গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

গবেষক দলের সদস্য শি চেন বলেন, দূষিত বায়ু এক বছরে প্রত্যেকের শিক্ষার মাত্রা কমিয়ে দেয়। তিনি বলেন, তবে আমরা জানতে পেরেছি প্রভাবটা সবচেয়ে বেশী পড়ে বয়স্ক মানুষদের বিশেষ করে যাদের বয়স ৬৪-এর বেশী ও পুরুষ এবং যারা স্বল্প শিক্ষিত তাদের ওপর। আমরা যদি এর হিসাব করি তাহ’লে এটা কয়েক বছরের শিক্ষার সমপরিমাণ হবে। প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অদৃশ্য হত্যাকারী হিসাবে বায়ুদূষণের কারণে প্রতি বছর ৭০ লাখ লোকের মৃত্যু হয়।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button