সংবাদ

১৫ বছরে এক লাখ নেপালী ইসলাম কবুল করেছে

গত কয়েক বছরে নেপালে মুসলমানদের সংখ্যা ব্যাপকহারে বেড়েছে বলে জানিয়েছে তুরস্কের স্টার পত্রিকা। যা দিন দিন বেড়েই চলেছে। নেপালের ইসলামিক সোসাইটির প্রধান খুরশিদ আলমকে উদ্ধৃত করে পত্রিকাটি জানায়, গত ১৫ বছরে প্রায় এক লাখ নেপালী ইসলাম কবুল করেছেন। আগামী বছরগুলোতে ইসলাম কবুলের এ সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। হিন্দু ও বৌদ্ধ ধর্ম ত্যাগ করে মুসলিম হওয়ায় এসব মানুষকে বহু বাধা-বিপত্তির মুখে পড়তে হয়। বিশেষ করে হিন্দু ও বৌদ্ধ উগ্রবাদীরা বড় বাঁধা হয়ে দাঁড়ায়।

নেপালে মুসলমানরা সংখ্যালঘু। গত ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী দেশটির ৪.৪ ভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী। মুসলমানদের ৯৭ ভাগই থাকেন তরাই অঞ্চলে। বাকীরা রাজধানী কাঠমান্ডু এবং পশ্চিমাঞ্চলের পাহাড়ী এলাকায় বসবাস করেন।

[ইসলামের বিরুদ্ধে যত চাপ সৃষ্টি করা হবে, ইসলাম কবুলকারীর সংখ্যা তত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ! আমরা দো‘আ করি তাদের ইসলাম সুন্দর থাকুক! (স.স.)]

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button