সংবাদ

সাইবেরিয়ায় তীব্র শীতে জমে বরফ হচ্ছে চোখের পাপড়িও!

সাইবেরিয়ার ওমায়াকন গ্রামে গত মঙ্গলবার তাপমাত্রা হিমাঙ্কের নিচে ৬২ ডিগ্রি সেলসিয়সে নেমে যায়। এ মুহূর্তে পৃথিবীর শীতলতম গ্রাম হিসেবে বিবেচিত হচ্ছে ওমাইয়াকন।

ওমাইয়াকন গ্রামে পর্যটক আকর্ষণ হিসাবে একটি তাপমাত্রা মাপার যন্ত্র রয়েছে যা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রের্কড করা য়ায়। গত মঙ্গলবার মাইনাস ৬২ ডিগ্রিতে তাপমাত্রা নেমে যাওয়াতে যন্ত্রটি তীব্র ঠান্ডায় ভেঙে যায়। এই বিরূপ আবহাওয়ায় ২ জনের মৃত্যু হয়। কর্তৃপক্ষ স্কুল বন্ধ ঘোষণা করে ও সবাইকে বাড়ির ভেতর থাকার নির্দেশ দেয় ।

ঠান্ডার তীব্রতা এতই বেশি যে গ্রামের অধিবাসীদের চোখের পাতায়ও বরফ জমে যাচ্ছে। বাসিন্দারা তাদের চোখের পাপড়িতে বরফ জমার ছবি ফেসবুক, টুইটার, ইনস্ট্রাগ্রামে পোস্ট করচ্ছে। টুইটারে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায় জানালা দিয়ে এক কাপ গরম পানি বাইরে ছুঁড়ে দিলে সাথে সাথে তা বরফ হতে দেখা যায়।

এরকম শীতল তাপমাত্রা ওমাইয়াকন গ্রামের অধিবাসীদের জন্য খুবই স্বাভাবিক ব্যাপার। ২০১৩ সালের এই গ্রামে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৭১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button