সংবাদ

পাকিস্তানে স্কুল-কলেজে কুরআন পাঠ বাধ্যতামূলক করে বিল পাস

পাকিস্তানে জাতীয় আইনসভায় প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কুরআন পাঠ বাধ্যতামূলক করে বিল পাস হয়েছে। এতে বলা হয়েছে, প্রত্যেক মুসলিম শিক্ষার্থীকে আবশ্যিক বিষয় হিসেবে কুরআন পাঠ করতেই হবে। বিলটি প্রেসিডেন্ট মামনূন হোসাইনের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। এরপরেই সেটি আইনে রূপান্তরিত হবে। এই আইন একমাত্র মুসলিম শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য হবে। ‘কম্পুলসারি টিচিং অফ দি হলি কুরআন বিল ২০১৭’-এ বলা হয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা উর্দূ অনুবাদসহ আরবী কুরআন পাঠ করবে।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button