সংবাদ

বিবাহ বহির্ভূত একত্রে বসবাস নিষিদ্ধ করলেন বুরুন্ডির প্রেসিডেন্ট

অবিবাহিত দম্পতিদের অবিলম্বে বিয়ের নির্দেশ দিয়েছেন আফ্রিকার দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা। এজন্য চলতি বছরের শেষ পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি। এরই মধ্যে দেশটির যেসব নারী-পুরুষ বিয়ে না করে একসঙ্গে বসবাস করছেন কিংবা সন্তান নিয়েছেন, তাদের বিয়ে করতে হবে। সম্পর্ককে আইনগতভাবে বৈধ করতে হবে।

৯০ শতাংশ খৃষ্টানের দেশ বুরুন্ডির সমাজ ব্যবস্থায় বড় রকমের সংস্কার কাজ শুরু করেছেন প্রেসিডেন্ট পিয়েরে। এজন্য ব্যাপক মাত্রায় প্রচারণা শুরু করেছেন। এমনই এক সংস্কারমূলক প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি এ আদেশ দেন।

পিয়েরের মতে, এ সিদ্ধান্ত বুরুন্ডির সমাজ ব্যবস্থায় পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্মান জোরদার করবে। পারিবারিক মূল্যবোধ জোরালো করবে। তিনি জানান, এখন থেকে বুরুন্ডিতে কেউ বিয়ে না করে সংসার করতে কিংবা সন্তান নিতে পারবেন না। কোন দম্পতি আদেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টেরেন্স তাহিরাজা বলেন, বিগত দিনগুলোতে দেশটিতে বিবাহ বহির্ভূত একত্রে বসবাসের প্রবণতা অনেক বেড়েছে। এ সমস্যা সমাধানে সরকার ও গির্জাগুলোকে এগিয়ে আসতে হবে। বিয়ের প্রতি আগ্রহ তৈরী করতে হবে। তবেই ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জোরদার হবে। যার মাধ্যমে দেশ ও সমাজের উন্নতি নিশ্চিত হবে।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button