সংবাদ

আজানের শব্দকে ‘গুন্ডাগিরি’ বললেন সনু নিগম

ভারতীয় প্লেব্যাক শিল্পী সনু নিগম আজান নিয়ে টুইটারে পরপর কয়েকটি ‘আপত্তিকর’ পোস্ট লিখে রোষের মুখে পড়েছেন অসংখ্য ভক্তের।
সোমবার ভোরে আজানের শব্দে ঘুম ভাঙার পর সনু নিগম লিখেছেন, “ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন। আমি মুসলিম না, এবং আজ ভোরে আজানের শব্দে আমার ঘুম ভেঙেছে। ভারতে কবে এই জোর করে চাপানো ধর্মাচার বন্ধ হবে?”

এরপরের পোস্টে মহানবী হযরত মুহাম্মাদ (সঃ)-এর সময়কার কথা উল্লেখ করে সনু আরও লিখেন, “মুহাম্মাদ-এর সময় বিদ্যুত আবিষ্কার হয়নি, যখন তিনি ইসলামের প্রচার করেছিলেন। কিন্তু এডিসনের আবিষ্কারের পর আমাকে কেন এই কর্কশ আওয়াজ সহ্য করতে হবে?”

পরের পোস্টে তিনি লিখেন,“আমার মনে হয়না কোনো মন্দির অথবা গুরু দুয়ারাতে বিদ্যুতের ব্যবহার করে অন্য ধর্মের লোকদের এভাবে জাগানো হয়। এখানে তাহলে এটা হবে কেন? এটা শুধুই গুন্ডাগিরি…”

আরও দেখুন:  ইউরোপে ২০৫০ সাল নাগাদ মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাবে ২০ শতাংশে

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

Back to top button