মানুষের কাছে আসার উপায় কী জানেন?
মানুষের কাছে আসার উপায় কী?
ব্যবহার, ভালো ব্যবহার।
আর যদি ব্যবহার খারাপ হয় তাহলে?
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলছেন,
” যদি তুমি রূঢ় মেজাজ ও কঠিন হৃদয় হতে তবে অবশ্যই তারা তোমার নিকট হতে সরে যেত। [সূরা আল ইমরান, ৩:১৫৯]”
মানুষজন যদি আপনার সাথে মিশতে, কথা বলতে ভয় পায়; তার মানে আপনার ব্যবহার খারাপ।
অনেক মানুষ যদি কারো ব্যাপারে খারাপ ব্যবহার পাওয়ার অভিযোগ করে, তার আচরণে কষ্ট পায় তবে সে যত বড় দাঈ, জ্ঞানী, বা বুদ্ধিমান হোন না কেন, তার ভয় পাওয়া উচিত। কেন?
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি কি তোমাদের জাহান্নামীদের সম্পর্কে জ্ঞাত করবো না? তারা হলোঃ কর্কশ স্বভাব, শক্ত হৃদয় ও অহংকারী। (সহীহ বুখারী)
মানুষকে ইসলামের কথা বলতে চান যারা তাদের আপন ব্যবহার নিয়ে অবশ্যই সাবধান হওয়া উচিত। কেন?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কর্কশ স্বভাব যে কোন বস্তুকেই দোষযুক্ত করে। নিশ্চয় আল্লাহ নম্র এবং তিনিও নম্রতা পছন্দ করেন। (তিরমিযি, ইবনে মাজাহ)
আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা যেন আমাদের আলিম এবং দাঈদের কর্কশ স্বভাব এবং অহংকার থেকে হিফাজাত করেন।