সংবাদ
বাংলাদেশে গণপরিবহনে চলাচলের সময় ৮৪ শতাংশ নারী যৌন হয়রানির শিকার
বাংলাদেশের যানবাহনে চলাচলের সময় ৮৪ শতাংশ নারীই কোন না কোনভাবে যৌন হয়রানির শিকার হন। সম্প্রতি ‘অ্যাকশন এইড বাংলাদেশে’র পক্ষ থেকে কৃত এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর বলেন, আমাদের কর্মজীবী নারীদের বেশিরভাগই পাবলিক যানবাহন ব্যবহার করেন। কিন্তু এই যানবাহন ব্যবহারে তাদের পড়তে হয় নানা সমস্যায়। চলাচলের সময় ৮৪ শতাংশ নারীই কোন না কোনভাবে যৌন হয়রানির শিকার হন। তাই নারীদের জন্য নিরাপদ যানবাহন ব্যবস্থা খুবই যরূরী। এছাড়া নারীদের অধিকার রক্ষায় আইনের সঠিক প্রয়োগেরও কোন বিকল্প নেই। সবাইকে আইন মানতে যদি সরকার বাধ্য করতে পারে, তাহ’লেই দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।