ইটালিতে সন্তান জন্ম দিলে ফ্রি হলিডে’র ব্যবস্থা
ইটালির আসিসি শহরের কিছু হোটেল দম্পতিদের জন্য বিনামূল্যে ছুটি কাটানোর ব্যবস্থা করছে।
তবে শর্ত হিসেবে ঐ হোটেল গুলোতে থাকার সময় তাদের গর্ভধারণ করতে হবে। স্থানীয় পর্যটন কাউন্সিলের উদ্যোগে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।
সম্প্রতি দেশটির জন্মহার উল্লেখযোগ্য মাত্রায় কমে যাওয়া এবং একই সাথে স্থানীয় পর্যটন ব্যবসাকে চাঙ্গা করার জন্য দম্পতিদের কাছে এই প্রস্তাব রাখা হচ্ছে।
এই হোটেলগুলোতে থাকার নয় মাস পর যদি তারা সন্তানের জন্ম নিবন্ধন সার্টিফিকেট দেখাতে পারেন তাহলে তাদের জন্য বিনামূল্যে ঐ হোটেলে থাকার ব্যবস্থা করা হবে নতুবা পূর্বের অবস্থানকালীন অর্থ ফেরত দেয়া হবে।
ইউরোপিয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ইটালি সবচেয়ে কম জন্ম হারের দেশ, এবং বিশ্বের মধ্যে অন্যতম প্রধান কম জন্ম হারের দেশ ইটালি।
২০১৫ সালে প্রতি এক হাজার জন বাসিন্দার মধ্যে মাত্র আটজন শিশু জন্ম নিয়েছে।