দৈনন্দিন জীবন

পানি পানের আদব কি কি?

উত্তর: পানি পান করার আদব হ’ল: (১) প্রথমে বিসমিল্ল­াহ বলা (২) ডান হাতে পাত্র ধরা (৩) বসে পান করা (৪) তিন নিঃশ্বাসে পান করা (মুসলিম হা/২০২৪-২৬; মিশকাত হা/৪২৬৭; ছহীহাহ হা/১২৭৭)। (৫) পাত্রের ভিতরে নিঃশ্বাস না ফেলা (৬) পান শেষে আল-হামদুলিল্লাহ বলা (ছহীহুল জামে‘ হা/৪৯৫৬)। (৭) বড় পাত্রে মুখ লাগিয়ে পান না করা (বুখারী হা/৫৬২৮; ছহীহাহ হা/৩৯৯)। (৮) পান করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা (তিরমিযী হা/২৩৮০; ছহীহাহ হা/২২৬৫)। (৯) স্বর্ণ বা রৌপ্যের পাত্রে পান না করা (বুখারী হা/৫৬৩৪; মুসলিম হা/২০৬৫)।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button