দৈনন্দিন জীবন
দাড়ি কতটুকু পর্যন্ত লম্বা রাখতে হবে? দাড়ি নাভী ছাড়িয়ে গেলে করণীয় কি?
দাড়ি রাখা অবশ্য পালনীয় একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। উক্ত মর্মে বিভিন্ন আদেশ সূচক হাদীছ বর্ণিত হয়েছে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৪৪২১; মুসলিম হা/৬২৫-২৬)।
অতএব দাড়িকে (কোন প্রকার কাটছাট ছাড়াই) স্বীয় অবস্থায় ছেড়ে দেওয়াই পুরুষের জন্য সুন্নাত এবং সৌন্দর্যের প্রতীক।
অতিরিক্ত লম্বা হওয়ার বিষয়টি মূলত হরমোনগত কারণে হয়ে থাকে। যেমনভাবে রোগের কারণে কোন কোন নারীর দাড়ি-গোফ গজায়। এরূপ অস্বাভাবিক অবস্থায় বিভিন্ন অসুবিধা সৃষ্টি হ’লে মাত্রাতিরিক্ত অংশ কেটে ফেলায় দোষ নেই (যুরকানী, শরহ মুওয়াত্ত্বা ৪/৫৩০)।
(আত-তাহরীক)
এখান থেকে অনেক কিছু শিখতে পারলাম।
জাযাকাল্লাহ খায়ের।
আমার একটা প্রশ্ন সেটা হলো আপনাদের এই এ্যাপ থেকে পড়তে অনেক কষ্ট হয়।
কারণ অক্ষর গুলা অনেক অনেক ছোট পড়তে গেলে চোখে পানি চলে আসে।
অক্ষর গুলা ছোট বড় করার ফিচার টা চালু করবেন।
দয়া করে আমার এই মন্তব্য টা পড়বেন।
আসসালামু আলাইকুম।
অসাধারণ একটি লিখা