যদি কোনো হিন্দু বা অমুসলিম আপনাকে দাওয়াত দেয়, সে ক্ষেত্রে হালাল খাবার খেতে আপনার কোনো বাধা নেই। হারাম খাবার হলো যেগুলো তারা জবাই করেছে। কারণ, তারা আল্লাহর নামে জবাই করেনি। তারা যদি আপনাকে মাছ, ডিম, সবজি বা মিষ্টি এ সমস্ত হালাল খাবার দেয়, সেগুলো খাওয়া জায়েজ। এগুলো আপনি তাদের বাসায় খেতে পারবেন।