দৈনন্দিন জীবন
হিন্দুদের বাড়িতে কি মুসলমানরা খেতে পারবে?
যদি কোনো হিন্দু বা অমুসলিম আপনাকে দাওয়াত দেয়, সে ক্ষেত্রে হালাল খাবার খেতে আপনার কোনো বাধা নেই। হারাম খাবার হলো যেগুলো তারা জবাই করেছে। কারণ, তারা আল্লাহর নামে জবাই করেনি। তারা যদি আপনাকে মাছ, ডিম, সবজি বা মিষ্টি এ সমস্ত হালাল খাবার দেয়, সেগুলো খাওয়া জায়েজ। এগুলো আপনি তাদের বাসায় খেতে পারবেন।
বিষয়টি প্রাসঙ্গিক বিধায় উল্লেখ করছিঃ একজন খ্রিসচিয়ান, হালাল উপাদানে তৈরি খাবার পরিবেশনকালে “প্রভু যিশুর নামে উৎসর্গ ” বলে পরিবাশন করলে সেই খাবার খাওয়া কি জায়েজ হবে? একইভাবে হিন্দু ভাইটিও হালাল উপাদানে তৈরি খাবার “মা দূজ্ঞা” এর নামে উৎসর্গ করলে এবং সে কথা শোনার পর সেই খাবার খাওয়া কি জায়েজ হবে?