দৈনন্দিন জীবন
দুপুরে খাওয়ার পর কাইরুলা করা যাবে কি?
প্রশ্ন : দুপুরে খাওয়ার পর কাইরুলা করা যাবে কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দুপুরের খাওয়ার পর ঘুমানোটাকে কাইরুলা বলা হয় না। দুপুরের খাওয়ারের আগে যেটা সেটা হচ্ছে কাইরুলা। কাইরুলা হচ্ছে দুপুরের খাবারের আগে যে বিশ্রাম নেওয়া হয় সেটা। দুপুরের খাবারের পরপর ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি দুপুরে একটা টাইম বিশ্রামের জন্য রাখতে পারেন। সেটা খাবারের আগে কিংবা খাবারের অন্ততপক্ষে আধা ঘণ্টা পর। সুন্নাহ বা কাইরুলা হচ্ছে খাবারের আগে যেটা সেটা।
প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।