সংবাদ

ভারতে মুসলিম নারীর হিন্দু নারীকে কিডনী দান

ভারতে শামশাদ বেগম (৪০) নামে এক মুসলিম নারী আরতি (৩৮) নামের এক হিন্দু নারীকে কিডনী দান করছেন। দেশটিতে সম্প্রতি গরু খাওয়া নিয়ে মুসলমানদের উপর নির্যাতনের মধ্যে উত্তর প্রদেশের শামশাদ বেগমের এই কিডনী দান সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নযীর স্থাপন করেছে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, শামশাদ কিডনী দানের ইচ্ছাপত্রসহ যাবতীয় নথিপত্র ফতেহপুর যেলা স্বাস্থ্য বিভাগে জমা দিয়েছেন। এ ব্যাপারে কোন আপত্তিও নেই তার পরিবারের। এখন সরকারের অঙ্গদান অনুমোদন কমিটির অনুমতি পেলেই পরবর্তী কার্যক্রম চালাবেন চিকিৎসকরা। আরতির দু’টি কিডনী নষ্ট হয়ে যাওয়ায় এক বছর ধরে তার ডায়ালাইসিস চলছে। যা দেখে নিজের কিডনী দিয়ে তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেন শামশাদ। তিনি বলেন, আরতির শারীরিক যাতনা দেখে আমি আর থাকতে পারিনি, রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েও দেখি আমার আর তার রক্তের গ্রুপ একই। তাই আমি কিডনী দিতে চাই। তিনি বলেন, ‘ধর্ম দিয়ে নয়, মানুষকে মানুষ হিসাবে দেখতে চাই। সেকারণেই আমার এই প্রচেষ্টা।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button