সংবাদ

১২০ কোটি টাকা ব্যয়ে মসজিদ নির্মিত হ’ল সিঙ্গাপুরে

সিঙ্গাপুরের মুসলমানদের জন্য সরকারীভাবে ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ‘মসজিদ মা‘রূফ’। গত ১৯শে আগস্ট শুক্রবার নবনির্মিত মসজিদটির উদ্বোধন করেন সিঙ্গাপুরের তথ্য ও যোগাযোগ মন্ত্রী এবং মুসলিম ধর্মবিষয়ক মন্ত্রী ড. ইয়াকূব ইবরাহীম। চারতলা এই মসজিদে রয়েছে সকল আধুনিক সুযোগ-সুবিধা। মসজিদটিতে একসাথে সাড়ে চার হাযার মুছল্লী ছালাত আদায় করতে পারবেন। মসজিদটি ২০ জুড়ং ওয়েস্টের ২৬নং স্ট্রিটে নির্মাণ করা হয়েছে। উল্লেখ্য, সিঙ্গাপুরে মোট জনসংখ্যার ১৭ শতাংশ মুসলমান। আর পুরো সিঙ্গাপুরে ৭০টির মতো মসজিদ রয়েছে।

মন্তব্য করুন

Back to top button