সংবাদ

সঊদী আরবে নতুন আইন: ছালাত না পড়লে তিন দিনের জেল

সঊদী আরবে নতুন আইন হয়েছে। ছালাতের সময় দোকান খোলা থাকলে তিন দিনের জেল হয়ে যেতে পারে। দোকান খোলা থাকলে তখনই কিছু বলবে না দেশটির বিশেষ ধর্মীয় পুলিশ। আযান শেষে ৫ মিনিট সময় অতিবাহিত হ’লে তারা থানায় রিপোর্ট দিয়ে দিবে।  রিপোর্ট পেয়ে সাদা পোশাকের পুলিশ এসে যেকোন মুহূর্তে  দোকানীকে থানায় নিয়ে যাবে। সম্প্রতি একটি দোকান থেকে একজন বাংলাদেশী স্টাফকে রাত ১-টায় ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। কারণ সে মাগরিবের সময় দেরীতে দোকান বন্ধ করেছে। এভাবে আযান দেওয়ার সাথে সাথে দোকান বন্ধ করে না দিলে ১ থেকে ৩ দিন পর্যন্ত থানা হাজতে থাকতে হ’তে পারে। এভাবে দু’বার ধরা পড়ার পর আর আক্বামা অনুমোদন হবে না।

আরও দেখুন:  যে গ্রামে আজান দেয়া নিষেধ

এ সম্পর্কিত আরও পোস্ট

১টি মন্তব্য

মন্তব্য করুন

Back to top button