সংবাদ

আরব ইয়ুথ সার্ভে ২০১৬: তরুণ আরবদের মাঝে আইএস বিরোধী মনোভাব বাড়ছে

তরুণ আরবদের মধ্যে আইএস বিরোধিতা বাড়ছে। তারা মনে করছে ‘আইএস’ প্রতিষ্ঠিত খেলাফত অচিরেই ভেঙে পড়বে। তরুণ আরবদের মধ্যে ‘আরব ইয়ুথ সার্ভে ২০১৬’ নামে চালানো এক জরিপে এমনটাই দেখা গেছে। জরিপে অংশগ্রহণকারীদের ৫০ শতাংশই আইএস-কে সবচেয়ে বড় সমস্যা হিসাবে মনে করে। জরিপে অংশগ্রহণকারীদের ৫৩ শতাংশ মনে করে, গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার চেয়ে স্থিতিশীলতাই যরূরী। মাত্র ২৮ শতাংশ গণতান্ত্রিক ব্যবস্থার প্রচারণার পক্ষে মত দেয়।

জরিপ চালানো ১৬টি দেশের মধ্যে ৮টিতেই বেকারত্বকে আইএস থেকেও বড় সমস্যা হিসাবে চিহ্নিত করা হয়। ১৫ থেকে ২৪ বছর বয়সী আরবদের এক-চতুর্থাংশই কর্মহীন। ‘ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন’-এর মতে, প্রায় সাড়ে সাত কোটি তরুণ আরব বেকার।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ‘পেন শোয়েন বারল্যান্ড’ এই জরিপটি পরিচালনা করে। মধ্যপ্রাচ্যের যে ১৬টি দেশে জরিপ চালানো হয়, তা হ’ল- আলজেরিয়া, বাহরাইন, মিশর, ইরাক, জর্দান, কুয়েত, লেবানন, লিবিয়া, মরক্কো, ওমান, ফিলিস্তীন, কাতার, সঊদী আরব, তিউনিশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়ামন।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button