আরাফাতের ময়দানে খুৎবা দেবেন সালেহ বিন হুমাইদ
আজ আরাফাত দিবসে পবিত্র নামিরা মসজিদ থেকে খুৎবা দেবেন সালেহ বিন হুমাইদ। তিনি শূরা কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এর আগে। এ ছাড়া তাকে নিয়োগ দেয়া হয়েছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে। ১৯৮১ সাল থেকে মুসলিমদের কাছে হজের দিন বলে পরিচিত আরাফাত দিবসে বয়ান দিয়ে আসছেন গ্রান্ড মুফতি আবদুল আজিজ আল আশেইক। কিন্তু এ বছর শারীরিক সমস্যার জন্য তিনি বয়ান দিতে পারছেন না। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে বলা হয়েছে, স্থানীয় মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে যে, রোববার স্বাস্থ্যগত কারণে আল আশেইক নামিরা মসজিদে খুৎবা দিতে পারবেন না। যদি তিনি আজ রোববার এই খুৎবা দিতে পারতেন তাহলে এটা হতো তার টানা ৩৬তম খুৎবা। পূর্বসূরি শেখ আবদুল আজিজ বিন বাজের মৃত্যুর পর ১৯৯৯ সালে তাকে গ্রান্ড মুফতি হিসেবে নিয়োগ দেয়া হয়। মহানবী হযরত মুহাম্মদ (স.) আরাফাতের ময়দানে যে স্থানটিতে দাঁড়িয়ে তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন ঠিক সেখানে দাঁড়িয়ে এতদিন বয়ান, খুৎবা দিয়ে আসছিলেন এই সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি অষ্টাদশ শতাব্দীর পন্ডিত মোহাম্মদ ইবন আবদুল ওয়াহাবের বংশধর। এর আগে দেয়া খুৎবা বা বয়ানে তিনি মৌলবাদী জঙ্গিবাদের নিন্দা জানিয়েছিলেন।