ভারতে গরুর চামড়া বিক্রির অভিযোগে বিবস্ত্র করে পিটুনি
গরুর চামড়া বিক্রির অভিযোগে ভারতের রাস্তায় বিবস্ত্র করে বেধড়ক পেটানো হয়েছে চার যুবককে।
দেশটির গুজরাট রাজ্যের গির সোমনাথ এলাকায় এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। আক্রান্ত চার যুবক স্থানীয় একটি চামড়ার কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।
পাঁচজন স্থানীয় যুবক নিজেদের ‘গো-রক্ষাকারী’ বলে পরিচয় দিয়ে ওই চার যুবককে নির্মমভাবে নির্যাতন করে। পরে এ ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে উঠলে প্রশাসন নড়েচড়ে বসে। পরে পাঁচ অভিযুক্ত যুবকের মধ্যে তিন জনকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, ভারতে গত বছর বিভিন্ন রাজ্যে গো-মাংস নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার পর গত সেপ্টেম্বরে দেশটির উত্তরপ্রদেশের বাসিন্দা মুহাম্মদ আখলাককে গো-মাংস খাওয়ার অভিযোগে পিটিয়ে মারা হয়। এরকম নির্যাতনের আরো বেশ কয়েকটি ঘটনা দেশটির সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বিতর্কের জন্ম দেয়।