হজ্জ ও ওমরাহ

ওমরাহ পালনে ৫০ লাখ মানুষ, করোনা হয়নি এক জনেরও

সঊদী আরবে করোনা মহামারীতে সাময়িক স্থগিত ছিল ওমরাহ পালন। পরবর্তীতে ওমরাহ পালনের অনুমতি দেওয়ার পর থেকে পঞ্চাশ লাখ ওমরাহ যাত্রী ও সাধারণ মুছল্লী মক্কায় উপস্থিত হয়েছেন বলে জানিয়েছেন হজ্জ ও ওমরাহ মন্ত্রী ড. ছালেহ বিনতান। তিনি জানান, এত সংখ্যক ওমরাহ পালনকারী ও সাধারণ মুছল্লীদের মধ্যে কোভিড-১৯ সংক্রমণের কোন ঘটনা ঘটেনি।

করোনা মহামারীর কারণে ২০২০ সালের মার্চ মাস থেকে ওমরাহ ও হজ্জ পালন সাময়িক স্থগিত রাখে দেশটির সরকার। তারপর জুলাইয়ে মাত্র ১ হাযার হজ্জ পালনকারীকে বিশেষ ব্যবস্থায় এবারে হজ্জ পালনের অনুমতি দেয়া হয়। পরবর্তীতে ২২শে সেপ্টেম্বর সঊদী সরকার চার ধাপে ধীরে ধীরে ওমরাহ হজ্জের স্থগিতাদেশ তুলে দিয়ে পুনরায় ওমরাহ শুরু করার ঘোষণা দেয়।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button