সংবাদ

কাজাখস্তানে ছিয়ামপালনকারীর সংখ্যা দিন দিন বাড়ছে

কাজাখস্তান মধ্য এশিয়া ও ইউরোপের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এটি বিশ্বের নবম বৃহত্তম দেশ ও বৃহত্তম স্থলবেষ্টিত রাষ্ট্র। কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাতি হ’লেও দেশের উত্তর অংশে অবস্থিত আস্তানা দেশটির রাজধানী। এ দেশের ৭০ শতাংশ মানুষ মুসলমান। রাশিয়া ১৮৭০ থেকে ১৮৭৬ সালের মধ্যে কাজাখস্তান দখল করে নেয়। অতঃপর দেশটি জারের অধীনে ছিল ১৯১৭ সাল পর্যন্ত। এরপর সোভিয়ত ইউনিয়নের অধীনে ছিল ১৯৯১ সালের স্বাধীনতার আগ পর্যন্ত। গোটা কাজাখস্তানে আছে দেড় হাযারের মতো মসজিদ। দেশটিতে এক সময় ইসলাম নিষিদ্ধ ছিল। কিন্তু এখন অবস্থা বদলেছে। ধীরে ধীরে মানুষ ইসলাম চর্চায় মনোযোগী হচ্ছে। বর্তমানে ২-৩ শতাংশ মুসলিম নারী মাথায় স্কার্ফ কিংবা হিজাব পরিধান করেন। দেশটির ২০ শতাংশ মুসলমান ছালাত আদায় করে। তবে ছিয়াম পালনকারীর সংখ্যা অনেক বেশী। সেখানকার মুসলমানদের দৈনিক সাড়ে ১৮ ঘণ্টা ছিয়াম রাখতে হয়।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button