টিপস
বজ্রপাতের সময় সতর্কতা অবলম্বন করুন

সাম্প্রতিক সময়ে আমাদের দেশে বজ্রপাতের পরিমাণ বেড়ে গেছে। এর কারণে বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনাও ঘটেছে।
বজ্রপাতের সময় বাসা-বাড়ির মধ্যে থাকলে এর প্রভাব থেকে কিছুটা বাঁচা যায়। তবে রাস্তায় কিংবা খোলা মাঠে থাকাকালীন এমন পরিস্থিতি হওয়াটা অনেক বিপদজনক। আসুন জেনে নেই বজ্রপাতের সময় নিজেকে সুরক্ষিত রাখার কিছু উপায়।
•দালান বা পাকা ভবনের নিচে আশ্রয় নিন
•উঁচু গাছপালা ও বিদ্যুৎ লাইন থেকে দূরে থাকুন
•জানালা থেকে দূরে থাকুন
•ধাতব বস্তু স্পর্শ করবেন না
•বিদ্যুৎচালিত যন্ত্র থেকে সাবধান
•গাড়ির ভেতর থাকলে কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন
•খোলা ও উঁচু জায়গা থেকে সাবধান
•পানি থেকে সরুন
•পরস্পর দূরে থাকুন
•মাটিয়ে শুয়ে না পড়ে নিচু হয়ে বসুন
•রবারের বুট পরুন
বজ্রপাতে আহত হলে দ্রুত চিকিৎসককে ডাকতে হবে বা হাসপাতালে নিতে হবে। একই সঙ্গে বজ্রাহত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস ও হৃৎস্পন্দন ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। এ বিষয়ে প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষণ নিয়ে রাখুন।