টিপস

মোটরসাইকেলের তেল সাশ্রয়ের উপায়

দ্রুত এবং স্বাচ্ছন্দ্যে যাতায়াতের মাধ্যম হিসাবে মোটরসাইকেলের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু তেলের উচ্চমূল্যের কথা ভেবে অনেকেই মোটরসাইকেল কেনার চিন্তা বাদ দেন। অনেকে কিনলে ব্যবহারের ক্ষেত্রে থাকেন অনেক বেশি সতর্ক। তবে সহজ কয়েকটি উপায় মেনে চললে মোটরসাইকেলের তেল অনেকটাই সাশ্রয় করা সম্ভব-

o দীর্ঘ জ্যাম কিংবা রাস্তায় কোথাও থামতে হলে মোটরসাইকেলের স্টার্ট বন্ধ করে রাখুন।

o অসমতল ও ট্রাফিক জ্যাম পূর্ণ রাস্তা সম্ভব হলে এড়িয়ে চলুন

o মোটরসাইকেলে দুইজনের বেশি আরোহী উঠবেন না। কেননা বেশী ওজন বহনে বেশী জ্বালানি ব্যবহার হয় এবং এটি আইননত দণ্ডনীয় অপরাধও।

o নিয়মিত সার্ভিসিং করে বাইক ত্রুটিমুক্ত রাখতে হবে।

o তেলের ট্যাংক ও পাইপসহ বিভিন্ন পয়েন্টের জয়েন্ট যেন লিক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

o এয়ার ক্লিনার পরিষ্কার রাখতে হবে, বিশেষ করে যারা গ্রামে/মাটির রাস্তায় চলাচল করে।

o হঠাৎ থেমে যাওয়া এড়িয়ে চলতে, সামনের গাড়ির চেয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

o অতিরিক্ত গতি পরিহার করুন। কারণ ৭০ এর বেশী স্পীডে বাইক চালালে ২৫% বেশী জ্বালানি খরচ হয়।

উপায়গুলো মেনে চলা অনেক বেশি সহজ কিন্তু আমরা খুব কমই এইগুলো মেনে চলি। সহজ এই পদ্ধতিগুলো তেল সাশ্রয়ের পাশাপাশি আমাদের অর্থেরও খরচ কমায়। এই পদ্ধতিগুলো মেনে চলা ছাড়াও নিজে সচেতন হওয়া জরুরি। কেননা আমাদের অল্প একটু সচেতনতা বদলে দিবে বাংলাদেশকে।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button