বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

মহিলা মাইয়েতের চুল বেণী করতে হবে, না স্বাভাবিকভাবে ছেড়ে দিতে হবে?

উত্তর : মহিলা মাইয়েতের চুল বেণী করে তিন ভাগ করবে এবং একটি পিছনে ও অপর দুটি দু’পাশে ছেড়ে দিবে। উম্মে ‘অ‌vত্বিয়া (রাঃ) বলেন, রাসূল  (ছাঃ)-এর কন্যা যয়নব (রাঃ) মৃত্যুবরণ করলে তিনি তার চুল তিন ভাগে ভাগ করে বেণী করতে বলেছিলেন (বুখারী হা/১২৬৩; মুসলিম; মিশকাত হা/১৬৩৪)। –

মন্তব্য করুন

Back to top button