তুলনামূলক ধর্মতত্ত্ব

বই: ইসলাম কি মানবতার সমাধান?

ইসলাম -এটা এসেছে আরবি শব্দ সালাম থেকে। যার অর্থ শান্তি। শব্দটার আরও একটি উৎস আরবি শব্দ, যার অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পন করা। এক কথায় ইসলাম অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পন করে শান্তি অর্জন করা। অত্র বইয়ের আলোচনার বিষয়বস্তু হলো নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পন করা এটা কি মানবতার জন্য সমাধান?

বইটি লিখেছেন ড. জাকির নায়েক, অনুবাদ করেছেন আছাদুল হক এবং প্রকাশ করেছে পিস পাবলিকেশন-ঢাকা।

pdf
Is_Islam_Solution_For_Humanity.pdf 3.55 MB
Download

৫টি মন্তব্য

মন্তব্য করুন

Back to top button