তুলনামূলক ধর্মতত্ত্ব
বই: বাইবেল কোরআন ও বিজ্ঞান
বইটিতে খৃষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগ্রন্থ বাইবেল এবং মুসলিমদের প্রধান ধর্মগ্রন্থ আল-কুরআন -কে বিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করা হয়েছে। ড. মরিস বুকাইলি রচিত “বাইবেল কোরআন ও বিজ্ঞান” বইয়ের আলোকে অত্র গন্থটি গ্রন্থিত হয়েছে। এক্ষেত্রে ড. মরিস বুকাইলি রচিত মূল গ্রন্থের সাথে আরও কিছু নতুন তথ্য সংযোজিত হয়েছে। রুপান্তর করেছেন খন্দকার মাশহুদ-উল-হাছান। প্রকাশ করেছে জ্ঞান বিতরণী প্রকাশনী।
আপনাদের এখানে যতগুলো বই দেয়া সবগুলো কি কপিরাইট আইন মেনে দেয়া আছে? যদি সংশ্লিষ্ট প্রকাশক বা লেখকের অনুমতি না থাকে তাহলে এগুলো ডাউনলোড করে পড়লে কি গুনাহ্ হবে না?
জাযাকাল্লাহ খাইরান! আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। খুব ভালো বই এটি। এখন বইটির ফ্রি EPUB-ও পাওয়া যাছে এখানে: বাইবেল কোরআন ও বিজ্ঞান EPUB
আপনাদের জন্য দোয়া রইলো
অনেক অনেক ভাল একটা মিডিয়া।।।আমি অনেক উপকৃত হয়েছি বলে বিশ্বাস করি।।আল্লাহ জেন কিয়ামত অব্দি এই মাধ্যমটি চলার তৌফিক দেন।
ধন্যবাদ আপনাদেরকে।