তুলনামূলক ধর্মতত্ত্ব

বই: হিন্দুধর্ম এবং ইসলাম

হিন্দু ও ইসলাম ধর্ম সর্বজন পরিচিত দুটি প্রধান ধর্ম। এদের সঠিক পরিচিতি সম্পর্কে জানতে হলে এতদুভয়ের যেসব পবিত্র ধর্মগ্রন্থসমূহ রয়েছে তা অধ্যায়নের বিকল্প নেই। এ দুটি ধর্মের ধর্মগ্রন্থসমূহে মৌলিক বিষয় সমূহের ব্যাপারে যেসব সামঞ্জস্যপূর্ণ  বক্তব্য রয়েছে তা জানতে হলে এগুলোকে অধ্যায়ন করতে হবে। গ্রন্থাকার এ বইতে সে কাজটি অত্যন্ত সুচারুরুপে সম্প্ন্ন করে মেধার স্বাক্ষর রেখেছেন।

বর্তমান বিশ্বের সর্বজন সমাদৃত ইসলামী চিন্তাবিদ ডা. জাকির নায়েক -এর Hinduism & Islam বইয়ের বাংলা অনুবাদ এটি। বইটির অনুবাদ করেছেন মোঃ শামসুল ইসলাম এবং প্রকাশ করেছে পিস পাবলিকেশন্স, ঢাকা।

pdfHinduism_and_Islam.pdf 3.22 MB
Download

 

মন্তব্য করুন

Back to top button