সংবাদ
আশ-শাবাবের পিছনে আমেরিকা!
কেনিয়ার ওয়েস্টগেট শপিংমলে হামলা চালানো সোমালিয়া ভিত্তিক চরমপন্থী সংগঠন আশ-শাবাব যুক্তরাষ্ট্র থেকে লাখ লাখ ডলার অর্থ সহায়তা পায়। এছাড়া গত কয়েক বছরে ৪০ জনের বেশী আমেরিকান শাবাবের পক্ষে যুদ্ধ করতে সোমালিয়া গেছে। কিন্তু এদের প্রতি সরকারের কোন লক্ষ্য নেই। পিটার বার্জেন এবং ডেভিড স্টারম্যান নামে যুক্তরাষ্ট্রের দুই রাজনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনে লেখা এক কলামে এ কথা জানিয়েছেন।
[জঙ্গীবাদের ধুঁয়া তুলে মুসলিম রাষ্ট্রগুলিকে করতলগত করার ক্ষেত্রে পাশ্চাত্য দেশগুলি এইসব চরমপন্থী সংগঠনগুলো ব্যবহার করছে। অতএব হে চরমপন্থী! সাবধান হও! অন্যের ক্রীড়নক হয়ে মুসলিম ভাইদের প্রাণ সংহারে লিপ্ত হয়ো না]