সংবাদ
তিউনিসিয়ায় ক্ষমতা ছাড়ল ইসলামপন্থীরা
তিউনিসিয়ায় রাষ্ট্র ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছে ইসলামপন্থীরা। গত ৫ অক্টোবর এ বিষয়ে ইসলামপন্থী ও বিরোধী সেক্যুলার রাজনৈতিক জোট একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী আগামী তিন সপ্তাহের মধ্যেই একটি নতুন সরকার গঠনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। এই চুক্তির মধ্য দিয়ে গত দু’মাস ধরে চলা দেশটির ভয়াবহ রাজনৈতিক অচলাবস্থারও অবসান ঘটল। উল্লেখ্য যে, দু’বছর আগে এক গণজাগরণে সাবেক স্বৈরশাসক বেন আলীর পতন এবং পরে জাতীয় নির্বাচনে জয়লাভের মাধ্যমে ইসলামপন্থী আন্নাহাদা পার্টিসরকার গঠন করে। তিউনিসিয়ার ওই গণজাগরণই বহুল আলোচিত আরব বসন্তের সূচনা করেছিল। [সেক্যুলারদের দেখানো পথে ইসলাম প্রতিষ্ঠা যে সম্ভব নয়, মিসর ও তিউনিসিয়ায় ইসলামী সরকারগুলির পতন তার জ্বলজ্যান্ত প্রমাণ। অতএব ইসলামী নেতারা ইসলামের পথে ফিরে এসো]
Right. we should be careful.
Sad.
So sad…