ইবাদত সম্পর্কিত বই

বই: হজ, উমরা ও যিয়ারত গাইড

শিরোনাম: হজ, উমরা ও যিয়ারত গাইড
সংকলন: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
সম্পাদক: নুমান বিন আবুল বাশার
প্রকাশনায়: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

সংক্ষিপ্ত বিবরণ:: -বেশ কয়জন বিজ্ঞ আলেমে দ্বীন ও শরীয়তবিদের সমন্বিত প্রচেষ্টার ফসল এই পুস্তক। পর্যাপ্ত পরিমাণ টিকা-টিপ্পনি সরবরাহ করে বইটিকে সমৃদ্ধ করার চেষ্টা করা হয়েছে। প্রতিটি হজকর্মের পেছনে রাসূলুল্লাহ সা. ও সাহাবাদের (রা) আদর্শ কী, তা অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে যথেষ্ট শ্রম দিয়ে। আমাদের দেশে হজ বিষয়ক প্রকাশনা অঢেল। তবে এর অধিকাংশই রেফারেন্সবিহীন। আবার কিছু কিছু এমনও রয়েছে যেগুলোয় মারাত্মক ধরনের ভুল তথ্য সরবরাহ করা হয়েছে। হাদিস-কুরআনের অকাট্য দলিলের ভিত্তিতে লিখিত পুস্তক খুব কমই নজরে পড়ে। সে দৃষ্টিতে আমাদের এই প্রচেষ্টা পাঠকের সমাদর পাবে বলে বিশ্বাস।

pdfhajj_guide.pdf 995 kB
Download Now!

আরও দেখুন:  বই: রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

Back to top button