ইবাদত সম্পর্কিত বই

বই: যাকাত অধ্যায়

আল্লাহ তা‘আলা আশরাফুল মাখলূকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানব জাতিকে তাদের সার্বিক জীবন পরিচালনার জন্য ইসলামকে একমাত্র দ্বীন হিসাবে মনোনীত করেছেন; যা পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত; এর অন্যতম স্তম্ভ হল যাকাত। শ্রেষ্ঠ ইবাদত ছালাতের পরেই যাকাতের স্থান। কুরআনুল কারীমের অধিকাংশ জায়গায় আল্লাহ তা‘আলা ছালাতের পরেই যাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন। ছালাত যেমন ফরয ইবাদত এবং তা অস্বীকারকারী কাফির; যাকাত তেমনি ফরয ইবাদত এবং তা অস্বীকারকারী কাফির। ছালাত যেমন মানুষকে যাবতীয় অশ্লীলতা ও গর্হিত কাজ থেকে বিরত রাখে; যাকাত তেমনি মানুষকে কৃপণতার কালিমা থেকে মুক্ত করে, অর্জিত সম্পদকে পরিচ্ছন্ন ও পরিশুদ্ধ করে এবং অবৈধ ধনলিপ্সা দূর করে। অতএব যাকাতের বিধান ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, যা আদায় করা সামর্থ্যবান সকলের উপর ফরয। আর এটাই দারিদ্র্য বিমোচনের প্রধান মাধ্যম। প্রত্যেক সমাজের ধনী ব্যক্তিরা যদি পূর্ণ মাত্রায় তাদের সম্পদের যাকাত বের করে এবং স্ব-স্ব সমাজের গরীবদের মাঝে সুষ্ঠু বণ্টন করে, তাহলে সমাজ থেকে দরিদ্রতা মুছে যাবে। সাথে সাথে গড়ে উঠবে মুসলমানদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধের শক্ত প্রাচীর। আর এর মাধ্যমেই ইহলৌকিক জীবনে নেমে আসবে অনাবিল শান্তি এবং পরলৌকিক জীবনে অর্জিত হবে জান্নাতের অফুরন্ত নে‘আমত।

বইটিতে কুরআন ও ছহীহ সুন্নাহর আলোকে যাকাতের যাবতীয় বিধি-বিধান সুন্দরভাবে আলোচিত হয়েছে।

pdfzakat.pdf 1.07 MB
Download

১টি মন্তব্য

  1. আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শরীফুল ইসলাম বিন যয়নুল আবেদীন। আপনারা এই ওয়েব সাইটের মাধ্যমে দ্বীন-ইসলামের অনেক কাজ করে যাচ্ছেন। আপনাদেরকে আল্লাহ ইহ ও পরকালে উত্তম প্রতিদান দান করুন। আমীন- আপনারা আমার লিখিত দু’টি বই এ্যাড করেছেন ১- পবিত্রতা অধ্যায় এবং ২- যাকাত অধ্যায়। আমার আরো কিছু বই আছে যেমন- ১- কুরআন ও সুন্নাহর আলোকে তাক্বলীদ ২- জাহান্নামের বয়াবহ আযাব ৩- শারঈ মানদণ্ডে ঈদে মীলাদুন নবী ৪- মুহাররম মাসের সুন্নাত ও বিদআত। বই গুলো পড়ে দেখুন। ভাল লাগলে এ্যাড করুন। ওয়াস সালাম-

মন্তব্য করুন

Back to top button