সংবাদ

লাইভ মক্কা ২৪ ঘন্টা: ৫ ওয়াক্ত সালাত সহ তারাবীহ দেখুন সরাসরি

রামাযান মাসে গুগলের আয়োজন

লাইভ মক্কা ২৪ ঘন্টা

মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানকে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নিয়ে এসেছে গুগল। রোজার মাসে মক্কা থেকে সরাসরি সালাত সম্প্রচার করতে একাধিক ইউটিউব চ্যানেল ও গুগল প্লাসে হ্যাংআউট সুবিধা চালু করেছে গুগল। রামাযান মাসের ২৪ ঘন্টা এই সরাসরি সম্প্রচার ব্যবস্থা চালু থাকবে।

কাবা শরীফে তাওয়াফ, পাঁচ ওয়াক্ত সালাত, তারাবীহের সালাত সহ সার্বক্ষণিক চলমান দৃশ্য দেখতে এখানে ক্লিক করুন। নামায চলাকলিন সময় ছাড়া অন্য সময় বিভিন্ন কারীদের কন্ঠে সমধুর কুরআন তিলাওয়াত শুনা যাবে। ইনশাআল্লাহ।

দৃষ্টি আকর্ষন: উক্ত লিংকে ক্লিক করার পর চ্যানেলের উপরে লাল রঙ্গে লিখিত live now লিখাটির উপর ক্লিক করলে লাইভ শুরু হবে।

মন্তব্য করুন

Back to top button