বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

চিঠিতে এলাহি ভরসা লেখা জায়েজ কি?

প্রশ্ন : চিঠিতে এলাহি ভরসা লেখা জায়েজ কি?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। পত্র লেখার সময় এলাহি ভরসা লেখা উচিত নয়। এসব একটা সময় চালু ছিল। কিন্তু এটা লেখা উচিত নয়। আপনি চিঠি লেখার সময় বিসমিল্লাহ দিয়ে শুরু করতে পারেন। আমাদের রাসুল (সা.) বিসমিল্লাহ দিয়েই পত্র লেখা শুরু করতেন। তাই এলাহি ভরসা না লিখে বিসমিল্লাহ দিয়েই চিঠি শুরু করাটাই উচিত। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।

প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

মন্তব্য করুন

Back to top button