বই রিভিউ: মাযহাব (অতীত বর্তমান ভবিষ্যৎ)
মাযহাব নিয়ে কার না মনে প্রশ্ন জাগে। কেন মুসলিমদের মাঝে আজ এত বিভক্তি, এত দলাদলী, এত মত? কেন আজকে একদল নিজেদের পরিচয় দেয় ‘আহলে হাদিছ’ বলে, আবার কেনই বা আরেক দল পরিচয় দেয় ‘হানাফী’ বলে। কিভাবে আসলো এসব দল মত?
উপরোক্ত বিষয়গুলো নিয়ে ডঃ বিলাল ফিলিপস ‘Evolution of Fiqh’ নামে একটি বই লেখেন যা সিয়ান প্রকাশনী ‘মাযহাব (অতীত বর্তমান ভবিষ্যৎ)’ নামে বাংলায় প্রকাশ করেছে। বইটি মোট ১১ টি অধ্যায় বিন্যস্ত।
বইটি থেকে আমরা কি জানতে পারবো?
শরিয়াহ এবং ফিকহ কি? ফিকহের ক্রমবিকাশ কিভাবে ঘটেছিলো?
ইসলামী আইনের উৎস কি কি?
সমস্যা সমাধানে প্রথম চার খলিফার পদ্ধতি কেমন ছিল? অন্যদিকে সাহাবীরা কিভাবে ইজতিহাদ করতেন?
বর্তমান যুগে ইজতিহাদি বিষয় নিয়ে যেরকম মতবিরোধ বিদ্যমান, সেরকম কি সাহাবি তাবেয়িদের যুগেও ছিল?
‘আহলুল হাদীস’ এবং ‘আহলুল রা’ঈ কি?
উমাইয়া যুগে এ বিষয় নিয়ে মতবিরোধের সূচনা ঘটে কেন?
প্রসিদ্ধ চার ইমাম কিভাবে ইজতিহাদি বিষয়ের সমাধান দিতেন?
মাযহাবের উৎপত্তি ঘটে কিভাবে? অসংখ্য মাযহাব থেকে কেবল চারটি মাযহাব বর্তমান দুনিয়ায় টিকে থাকলো কেন?
এছাড়া আলোচনা হয়েছে মাযহাবের বাইরে গিয়ে ইমাম ইবনে তাইমিয়া ও ইবনুল কাইয়ুম র. এর মত বিশিষ্ট মুজতাহিদ কুরআন এবং সুন্নাহ থেকে কেন ইজতিহাদের পুনর্জাগরনের চেষ্টা করেছেন?
বইটির শেষে মাযহাব নিয়ে মতবিরোধের সমাধানকল্পে চমৎকার প্রস্তাবনা দেয়া হয়েছে এবং সবকিছুর উপরে উম্মাহর ঐক্যেকে গুরুত্ব দেয়া হয়েছে।
বইটি কেমন?
প্রাঞ্জল অনুবাদ, উন্নত ভাষা সাহিত্য এ বইটির প্রাণ। মনের অনেক প্রশ্নের খোরাক মেটাবে এই বই।
বইঃ মাযহাব (অতীত বর্তমান ভবিষ্যৎ)
মূলঃ ডঃ আবু আমিনাহ বিলাল ফিলিপস
অনুবাদঃ জিয়াউর রহমান মুন্সী
প্রকাশনীঃ সিয়ান পাবলিকেশন
খুব বাজে বই। এ
মাজহাবকে একপেষেভাবে কটাক্ষ করার জন্যই বিলাল পিলিপ্স বইটি লিখেছেন । উনি নিজে বিকৃত আকীদা পোষণ করেন। উনি একজন মডারেট স্কলার।
মাযহাব বইটি ডাউনলোডের উপশন নাই দিলে ভালো হতো