মুসলিম জাহান

বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ নির্মিত হচ্ছে আলজেরিয়ায়

১২ হাযার কোটি টাকা ব্যয়ে নির্মিত হ’তে চলেছে ২০ হাযার বর্গমিটার আয়তন বিশিষ্ট বিশ্বের তৃতীয় বৃহত্তম জামে মসজিদ ‘আলজেরিয়া গ্রান্ড মসজিদ’। আলজেরিয়ার সমুদ্র উপকূলে নির্মিত হচ্ছে এ মসজিদটি। ২০১২ সালে শুরু হওয়া মসজিদটির নির্মাণ কাজ প্রায় শেষের পথে। আগামী বছরের শুরুর দিকে নির্মাণাধীন এ বৃহত্তম মসজিদটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

মসজিদটিতে একসঙ্গে ছালাত আদায় করতে পারবেন ১ লাখ ২০ হাযার মুছল্লী। মসজিদটির চত্বরে দ্য দাজমা আল-দাজাজায়ের নামে ১০ লাখ বই সমৃদ্ধ পাঠাগার থাকবে। এর অনন্য আকর্ষণ হ’ল এটি সৌরবিদ্যুৎ দ্বারা পরিচালিত হবে। জার্মানের প্রকৌশলী ‘ইউরগান এঙ্গেল’-এর ডিজাইন করা এ মসজিদটির তত্ত্বাবধানে রয়েছে দেশটির গৃহায়ণ মন্ত্রণালয়।

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া ১৯৬২ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে। তারপর থেকেই দৃষ্টিনন্দন এ মসজিদটি নির্মাণের চিন্তা মাথায় ছিল বলে জানান নির্মাণ সংশ্লিষ্ট ব্যক্তি আহমাদ মাদানী। আলজেরিয়ার এ জামে মসজিদটি হবে মসজিদুল হারাম ও মসজিদে নববীর পর তৃতীয় বৃহত্তম জামে মসজিদ।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button