বই: জুযউ রফইল ইয়াদায়ন ফিস সালাত (সালাতে হস্তদ্বয় উত্তোলন)

প্রসিদ্ধ হাদীছ গ্রন্থ সহীহুল বুখারী-র লেখক ইমাম বুখারী-র লেখা গুরুত্বপূর্ণ একটি বই “জুযউ রফইল ইয়াদায়ন ফিস সালাত” ।
আমরা খেয়াল করলে দেখি বিভিন্ন স্থানের মানুষের নামায আদায়ের পদ্ধতিতে কিছুটা পার্থক্য/ভিন্নতা রয়েছে। সেটা আমাদের দেশে কিংবা দেশের বাইরে যেখানেই হোক। এমনই একটি বিষয় হচ্ছে দুই হাত কাধ/কান বরাবর উঠানো। অনেকে শুধুমাত্র নামায শুরু করার সময় অর্থাৎ প্রথম তাকবীরের সময় একবার দুই হাত কাধ/কান বরাবর উঠান। আবার অনেকে নামায শুরু করার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময় এবং বৈঠক থেকে উঠার সময় প্রত্যেকবারই দুই হাত কাধ/কান বরাবর উঠান।
কিন্তু সঠিক পদ্ধতি কোনটি?
এ বিষয়ে অনেক বিজ্ঞ আলেম বই লিখেছেন। তন্মধ্যে ইমাম বুখারী-র লেখা বইটি অধিক গুরুত্বপূর্ণ। তিনি বইটিতে নামাযে দুই হাত উত্তোলন সম্পর্কিত শতাধিক হাদীছ উল্লেখ করেছেন।
অনুবাদ: আল মাসরুর
প্রকাশনায়: তাওহীদ পাবলিকেশন্স
পৃষ্ঠা সংখ্যা: ৯৬
ফাইল সাইজ: ৪.৪৫ মেগাবাইট
Tahqik_Juz-u_Rafeel_Eyadayn_fis_salat.pdf 4.45 MB
Bai ai boita order kora jabe athoba apner kase ai boi ta order korar link thakle link diyan
assalamu alaikum আমি এই বই পিডিএফ ডাউনলোডেড করতে চাই জুযউ রফইল ইয়াদায়ন ফিস সালাত (সালাতে হস্তদ্বয় উত্তোলন)