ইসলামিক প্রোগ্রাম

যে দান আপনাকে সর্বাধিক সওয়াব এনে দিতে পারে

এ কথা বললে অতিরঞ্জন হয় না যে বর্তমানে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় প্রয়োজন ‘জ্ঞান’।

জ্ঞান ছাড়া একজন মানুষের ‘ঈমান’ বিশুদ্ধ হতে পারে না – বিশ্বাস করার আগে ‘জানতে’ হবে আমরা কী বিশ্বাস করব এবং কোন দলীলের ভিত্তিতে।

তেমনি জ্ঞান ছাড়া ‘আমল’ শুদ্ধ হয় না – একজন ব্যক্তি যদি না জানে তাকে কোন আমল কিভাবে করার নির্দেশ দেয়া হয়েছে, তবে সে কিভাবে তা পালন করবে?

সঠিক জ্ঞানের অভাব থেকেই মুসলিম সমাজের যাবতীয় সমস্যার উদ্ভব। তাই কুরআন-সুন্নাহ ভিত্তিক সঠিক জ্ঞানের স্রোতধারাকে পুনরায় সমাজে প্রবহমান করার প্রচেষ্টায় অংশ নেয়া নিঃসন্দেহে ইসলামের খেদমতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পথ।

এই মহান লক্ষ্যকে সামনে রেখেই ‘ঈমান অ্যারাবিক স্কুল’ এর প্রতিষ্ঠা – যার কাজ কুরআন ও হাদীসের সঠিক জ্ঞানসম্পন্ন একদল সুযোগ্য দাঈ তৈরী করা, যারা সমাজে দ্বীনের জ্ঞানকে ছড়িয়ে দেবে।

শুধু তাই নয়, আধুনিক সমাজের একজন সদস্য হিসেবে সফলভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে ‘ঈমান অ্যারাবিক স্কুল’ Edexcel কারিকুলাম অনুসরণে ইংরেজী মাধ্যমে সাধারণ বিষয়ে পাঠদান করে থাকে – আর এ সবকিছুই পরিচালিত হয় নিজ নিজ বিষয়ে যোগ্য শিক্ষকদের তত্ত্বাবধানে, আলহামদুলিল্লাহ।

একটি স্কুল কারও একার নয়, সমাজের। দ্বীনের জ্ঞানের প্রচার ও প্রসারের জন্য শুধু এরকম প্রতিষ্ঠানের সূচনা করাই যথেষ্ট নয়, বরং আরও প্রয়োজন:

ক) এমন একদল মানুষের, যারা নিজ সন্তানদেরকে দ্বীন-শিক্ষার এই মহান পথে উৎসর্গ করবেন।

খ) তেমনি প্রয়োজন মেধাবীদের মধ্যে যারা একটি উন্নতমানের দ্বীন-শিক্ষার প্রতিষ্ঠানে পড়ার ব্যয়ভার বহনে অক্ষম, তাদেরকে আর্থিক সহায়তা দিয়ে এগিয়ে নেয়া।

সকল বিষয়ে মানসম্মত শিক্ষাদানে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ায় ‘ঈমান অ্যারাবিক স্কুল’ এ লেখাপড়ার ব্যয় দ্বীন-শিক্ষার গতানুগতিক প্রতিষ্ঠানগুলোর তুলনায় বেশি।

এক্ষেত্রে ‘ঈমান অ্যারাবিক স্কুল’ সাধ্যমত স্বল্প-সংগতির মেধাবী ছাত্রদের লেখাপড়ার ব্যয়ভার বহন করে থাকে আলহামদুলিল্লাহ।

আপনারাও সাদাকা কিংবা যাকাতের অর্থ দেয়ার মাধ্যমে দ্বীন-শিক্ষার্থীদের ব্যয়ভার বহনে শরীক হয়ে দ্বীনের জ্ঞানের প্রচার ও প্রসারের মহান কাজটিতে অংশ নিতে পারেন।

বুদ্ধিমান ব্যক্তিরা শুধু তাদের জাগতিক সম্পদই নয়, বরং আখিরাতের সওয়াবকেও বিভিন্নভাবে বাড়িয়ে নেয়ার পরিকল্পনা করে থাকেন।

যদি কেউ তার যাকাত-সাদাকা একজন দ্বীন-শিক্ষার্থীকে আলেম হিসেবে গড়ে তোলার নিয়তে ব্যয় করেন, তবে দানের সওয়াবের পাশাপাশি তাঁর নিয়তের কারণে নিজে আলেম না হওয়া সত্ত্বেও তিনি একজন জ্ঞানীর জ্ঞান প্রচারের সওয়াবেও অংশ নিতে পারেন। নিয়তের কারণে তাঁর পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা এই ‘দাঈ’র সমস্ত ভাল কাজের সওয়াবের সমপরিমাণ তাঁর আমলনামাতেও জমা হতে পারে ইনশাআল্লাহ।

দ্বীনের প্রচার ও প্রসারের এই মহান কাজে অংশ নিতে যোগাযোগ করুন:

ফোন: +৮৮০১৭৭৫৩০০৫০০, +৮৮০১৭৩৩৫৫৯১৩৫

ইমেইল: [email protected]

…………………………………………………………………………………………………………

সি.জেড.এম আয়োজিত ‘যাকাত ফেয়ারে’ ঈমান অ্যারাবিক স্কুল এর স্টলে আপনি আমন্ত্রিত:

স্টল নম্বর ১৫

৪র্থ যাকাত ফেয়ার ২০১৬

বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার (বিআইসিসি)

শের-ই-বাংলা নগর, আগারগাও, ঢাকা।

ওয়েব: www.imanarabicschool.com

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button