রামাযান ও ছিয়াম

মাহে রামাযান

রামাযানের ছিয়াম আল্লাহর পক্ষ হ’তে তাঁর বান্দাদের জন্য একটি বিশেষ নে‘মত। আর তা পালনের অফুরন্ত প্রতিদানও মহান আল্লাহর নিকটে রয়েছে। হাদীছে এসেছে, মহান আল্লাহ বলেন, ‘ছিয়াম স্বতন্ত্র, তা আমারই জন্য। আর আমিই তার প্রতিদান দিব’।[1] তাই রহমত, বরকত ও মাগফিরাতে পরিপূর্ণ এ মাসে আমাদের কিছু করণীয়-বর্জনীয় রয়েছে। বিস্তরিত জানতে নিচের লিংকগুলোতে ক্লিক করুন…

আরও দেখুন…


[1]. বুখারী হা/১৯০৪; মুসলিম হা/১১৫১।

মন্তব্য করুন

Back to top button