সফটওয়্যার ও টিপস
ধাপে ধাপে হজ্জ (অ্যান্ড্রয়েড অ্যাপ)
অ্যান্ড্রয়েড চালিত মোবাইল ফোনের জন্য একটি আকর্ষণীয় অ্যাপ। এতে হজের যাবতীয় কার্যাবলি ছবির সাহায্যে ধাপে ধাপে বর্ণিত হয়েছে। অ্যাপটি তৈরি করেছে ইসলাম – লাইট ফাউন্ডেশন, আর তা সৌদী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুতকৃত ভিডিও লেকচার থেকে সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে।
ডাউনলোড লিংক (Play store):
https:/play.google.com/store/apps/details?id=com.Nitaaj.HajjStepByStep.Bengali
আসসালামু আলাইকুম।
ইসলামিক অনলাইন মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছি, ধাপে ধাপে হজ্জ্ব(অ্যান্ড্রয়েড অ্যাপ)টির google play store এর link কাজ করছে না।
অনুগ্রহপূর্বক যদি নতুন link অথবা যে অ্যাপ ডেভেলপিং ফাউন্ডেশন কর্তৃক অ্যাপটি তৈরী হয়েছে তার নাম বলতেন,তাহলে উপকৃত হতাম।
ধন্যবাদ।
**বি.দ্র. আপনারা যদি অ্যাপের নামের সাথে উক্ত অ্যাপ ডেভেলপিং ফাউন্ডেশনের নাম উল্লেখ করেন, তাহলে সকলের উপকার হোতো। এতে আমরা সহজেই অ্যাপটি খুঁজে পাবো।
এপের নাম: ধাপে ধাপে হজ, পাবলিশারের নাম: islaamlight