সফটওয়্যার ও টিপস

অ্যান্ড্রয়েড অ্যাপ: আল-হাদিস (Al Hadith)

# ihadis হাদিস অ্যাপের ফিচারসমূহ:

– ম্যাটেরিয়াল ডিজাইন: app এর ডিজাইনের দিকে বেশ অনেকটা সময় ব্যয় করা হয়েছে। সাদার সাথে বিভিন্ন কালার কম্বিনেশন করা হয়েছে। হোমপেজে শুরুতেই চমক আছে – ২ টা ভিউ রাখা হয়েছে- যে যেটা পছন্দ করেন। নতুন অ্যাপে বেশ কয়েকটি হাদিসের বই দেয়া হবে। বই> অধ্যায়> হাদিস — এই প্যাটার্ন ফলো করা হয়েছে।

– সার্চ: যাই সার্চ করেন না কেন সব হাদিসের বইয়ের ভেতর খুঁজে রেজাল্ট আসবে ১ সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ, হ্যাঁ এতটাই ফাস্ট ইউজার এক্সপেরিয়েন্স দিতে যাচ্ছে ihadis হাদিস অ্যাপ।

– ড্রয়ার : সুদৃশ্য একটি ড্রয়ার আছে আমাদের অ্যাপে। এতে বুকমার্ক, সেটিংস সহ বেশ কিছু অপশন আছে।

– চ্যাপটার পেজ : হাদিসের রেঞ্জসহ হাদিসের অধ্যায়গুলো দেখা যাবে। অধ্যায়ে ক্লিক করলে পরের পেজে হাদিস দেখাবে

– হাদিস পেজ : ihadis হাদিস অ্যাপের অন্যতম মুল আকর্ষণ হাদিস পেজ। মাল্টিপল ভিউ এবং সিঙ্গেল ভিউ- এই দুইটি ভিউই আছে, যা অন্য কোন (national/international) হাদিসের অ্যাপে নেই আমার জানামতে। যেন বই থেকেই হাদিস পড়ছি – এই অনুভূতি দেবে মাল্টিপল ভিউ। আরও রয়েছে স্মুথ স্ক্রল এক্সপেরিয়েন্স। এক হাদিস থেকে দ্রুত আরেক হাদিসে জাম্প করার সুবিধাও রয়েছে। সিঙ্গেল ভিউতে হাদিসটা আরও বেশি হাইলাইট হবে, একটি হাদিসের উপর মনোযোগ ধরে রাখা সহজ হবে। হাদিস পড়তে পড়তে জ্ঞানের সাগরে ডুব দিতে পারবেন পাঠককুল – এমনটাই আশা করছি আমরা।

– চ্যাপটার পেজ : হাদিসের রেঞ্জসহ হাদিসের অধ্যায়গুলো দেখা যাবে। অধ্যায়ে ক্লিক করলে পরের পেজে হাদিস দেখাবে

– কোন অ্যাড নেই

# যে সকল হাদিস গ্রন্থ আছে:

১. সহিহ বুখারী

২. সহিহ মুসলিম

৩. আবূ দাউদ

৪. তিরমিজী

৫. ইবনে মাজাহ

৬. সহিহ হাদিসে কুদসী

৭. ৪০ হাদিস

Web Version : http:/beta.ihadis.com/

 

ডাউনলোড লিঙ্ক —

প্লে ষ্টোর লিঙ্ক- https:/play.google.com/store/apps/details?id=com.ihadis.ihadis

শর্ট লিঙ্ক – www.bit.ly/ihadis-app

বিকল্প ডাউনলোড লিঙ্ক- https:/drive.google.com/file/d/0Bw0LxZad458SbTI0MEdpR2x0bHc/view?usp=sharing

https:/www.mediafire.com/?63s5nr55jjydpnx

মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button