সফটওয়্যার ও টিপস
বিজয় (ANSCI) লেখাকে ইউনিকোডে রুপান্তর করুন সহজেই!
বাংলা লেখা ইন্টারনেটে ব্যবহারের জন্য আপনাকে অবশ্যই সব সময় ইউনিকোড ফন্টে লিখতে হবে। সরাসরি বিজয় (ANSCI) লেখা ব্যবহার করা যাবে না। তাই অনেক সময় বিজয় (ANSCI)-এ লেখা ডকুমেন্টকে ইউনিকোডে রুপান্তর করার প্রয়োজন হয়। এ কাজের জন্য উইন্ডোজের একটি সফটওয়্যার হচ্ছে “নিকস কনভার্টার”। সফটওয়্যারটি তৈরি করেছে নির্বাচন কমিশন। নিচের লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন:
☞ NikoshTTF ইউনিকোড ফন্ট ডাউনলোড করুন