ইন্টারনেট সংযোগ কি ধীরগতির?

আপনার ইন্টারনেট-সংযোগ অজানা কারণে ধীরগতির হচ্ছে? হতে পারে তা আপনার অগোচরে ক্ষতিকারক ম্যালওয়্যার বা অ্যাডওয়্যার সক্রিয় হওয়ার কারণে বা অন্য কোনো প্রসেস চলার কারণে। তবে কমান্ড প্রম্পটের netstat সংকেত ব্যবহার করে সহজেই জেনে নিতে পারবেন, কেন এমন ধীরগতির হচ্ছে। এ জন্য উইন্ডোজ ৭-এর স্টার্ট মেনুতে cmd.exe লিখে তাতে মাউসের ডান বোতাম থেকে Run as administrator চেপে সেটি খুলুন। User Account Control ডায়ালগ বক্স চালু হলে সেটিতে Yes চেপে সম্মতি জানান। কমান্ড প্রম্পট চালু হবে। এখানে netstat -abfn 5 > activity.txt লিখে এন্টার চাপুন। খেয়াল রাখুন, netstat থেকে -abf যেন আলাদা লেখা হয় এবং এর পরের স্পেসে যেন ৫ থাকে। এখানে -a বোঝায় সব সংযোগ এবং এদের লিসেনিং পোর্ট দেখাবে। b জানাবে এটিতে কোন অ্যাপ্লিকেশন ব্যবহার হচ্ছে। f জানাবে প্রতিটি আলাদা সংযোগের ডিএনএস নেম। n জানাবে সক্রিয় থাকা আইপি ঠিকানা। আর ৫ বোঝাবে প্রতি পাঁচ সেকেন্ড পর পর কী ঘটছে। তাই এন্টার চেপে কমপক্ষে দুই মিনিট পর কি-বোর্ড থেকে Ctrl + C চাপলে ডেটা রেকডিং বন্ধ হবে। এবার এখানে activity.txt লিখে এন্টার চাপলে নোটপ্যাডে কোন কোন প্রসেস গোপনে চলছে, তার সম্পর্কে বিস্তারিত দেখা যাবে। এবার এখান থেকে দেখে নিতে পারেন কোন সাইট বেশি ধীরগতির হচ্ছে। চলন্ত অনেক প্রসেস সিস্টেম ফাংশনের জন্য কাজ করে থাকে। তাই সন্দেহজনক যেকোনো প্রসেস উইন্ডোজের টাস্ক ম্যানেজারে গিয়ে বন্ধ করে দিতে হবে। —মো. রাকিবুল হাসান