সফটওয়্যার ও টিপস

কপি করে রাখুন ওয়েবসাইট

অনেক সময় দরকারি কিছু ওয়েবসাইট ইন্টারনেট সংযোগ ছাড়াই দেখার প্রয়োজন পড়তে পারে। চাইলেই দরকারি যেকোনো সাইট মিরর (হুবহু অনুলিপি) করে রেখে পরবর্তী সময়ে অফলাইনে সেটি দেখা যায়।
এইচটি ট্র্যাক—ওয়েবসাইট কপিয়ার নামের ছোট্ট একটি সফটওয়্যার দিয়ে এই কাজটি করা যায়। প্রথমে নিচের লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন:

exehttrack-3.46.1.exe 3.67 MB
Download Now!

অথবা www.httrack.com/page/2/ ওয়েব ঠিকানা থেকে সফটওয়্যারটি নামিয়ে নিয়ে কম্পিউটারে ইনস্টল করে নিন। সফটওয়্যারটি খুলে File থেকে New Project নির্বাচন করে Next চাপুন। Project Name-এ পছন্দসই নাম দিন। Basic Path-এ ফাইল যেখানে রাখবেন সেটার স্থান নির্বাচন করে Next চাপুন। Add url-এ যে ওয়েবসাইট কপি করতে চান সেটির প্রথম পৃষ্ঠার ঠিকানাসহ লিখুন (http:/i-onlinemedia.net/index.php)। Next বোতাম চেপে পরের পেইজের Finish বোতাম চাপলে সাইটটি কপি হওয়া শুরু হবে। কাজ শেষে প্রজেক্টের ফাইল থেকে index.php-এ ক্লিক করলে সাইট অফলাইনে দেখা যাবে।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button